তীব্র দাবদাহ ও প্রচন্ড গরমে বিপর্যস্ত জনজীবন। বৃষ্টি না থাকায় প্রত্যন্ত এলাকায় পানি সংকট দেখা দিয়েছে। শুকিয়ে গেছে নদী, ছড়া, ঝর্ণার পানি। এমন পরিস্থিতিতে বৃষ্টির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার আয়ুব নগরে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘ইয়াস’ নিয়ে সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী
স্থানীয় আয়ুব নগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার এই প্রার্থনা অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা মো: আলী হোসেন কারিমী।
প্রার্থনায় গ্রামের শিশু, বৃদ্ধসহ সকল এলাকাবাসী এতে অংশ নেন। এসময় তারা মহান আল্লাহর দরবারে দুহাত তুলে বৃষ্টির জন্য দোয়া করেন।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সুরুজ মেম্বার জানায়, দীর্ঘ ৬০ বছরের জীবনে এরকম খরা-অনাবৃষ্টি তিনি কখনো দেখেননি। মানুষের ফসলাদি গাছ-পালা সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে।
আরও পড়ুন: সাইক্লোন ইয়াস: উপকূলবর্তী বন্দরসমূহকে ২ নম্বর বিশেষ সংকেত জারি
তাই গ্রামবাসী মিলে আল্লাহর দরবারে প্রার্থনার আয়োজন করা হয়েছে। গ্রামের কোমলমতি শিশুরাও এই বিশেষ প্রার্থনায় শরীক হয়।
বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনায় অনেকেই এই প্রথমবারের অংশগ্রহণ করেছেন বলে জানান তিনি।