খুলনায় ঈদের আগের সপ্তাহে করোনা সংক্রমণ কিছুটা কমে গেলেও পরের সপ্তাহে তা বেড়েছে। মৃত্যুর হার বেড়ে তিনগুণে দাড়িয়েছে যা নিয়ে উচ্চ ঝুঁকিতে রয়েছে এ অঞ্চলের মানুষ।
খুলনা বিভাগে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ১০৪ জন। এই নিয়ে বিভাগের ১০ জেলায় করোনায় সংক্রমিত হয়েছে ৩২ হাজার ৯৭০ জন। এই সময়ে বিভাগে ৪ জন করোনায় মারা যান। এ নিয়ে মোট মারা যান ৬১৪ জন।
আরও পড়ুন: টিকা পেতে কয়েকটি দেশের সাথে আলোচনা চলছে: পররাষ্ট্রমন্ত্রী
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনায় ৪৫ জন, বাগেরহাটে ১ জন, যশোরে ১ জন, ঝিনাইদহে ৭ জন, কুষ্টিয়ায় ২৩ জন, মেহেরপুরে ৪ জন, চুয়াডাঙ্গায় ১০ জন এবং সাতক্ষীরায় ১৩ জন রয়েছেন।
আরও পড়ুন: বিশ্বে করোনায় আক্রান্ত ১৬ কোটি ৫৮ লাখ ছাড়াল
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, ঈদের পর গত এক সপ্তাহে ১৫ মে থেকে ২১ মে পর্যন্ত খুলনা বিভাগে ৫৯৭ জনের শরীরে করোনার সংক্রমণ হয়েছে। এ সময় বিভাগে করোনায় মারা গেছেন ১৬ জন। এর মধ্যে শুধু ২১ মে মারা যায় ১০ জন। ঐ দিনে ঢাকা বিভাগে মারা যায় ৩ জন। আর চট্টগ্রাম বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ৪ জন, ঢাকা বিভাগে ৩ জন মারা গেছেন। অথচ ঈদের আগের সপ্তাহে ৮ মে থেকে ১৪ মে পর্যন্ত খুলনা বিভাগে করোনায় সংক্রমিত হয় ৪৮৪ জন। ঐ সময় করোনায় মারা যান ৫ জন।
আরও পড়ুন: করোনা: ২৪ ঘণ্টায় মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ এবং করোনা প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাপনা কমিটির সমন্বয়কারী ডা. মেহেদি নেওয়াজ বলেন, ঈদের পরেই করোনা সংক্রমণ বাড়ছে। এটা উদ্বেগজনক। এ সংক্রমণ মোকাবিলায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বর্ধিত আইসিইউ ও শয্যার কার্যক্রম শুরু করতে এক সপ্তাহ লাগবে আমাদের। আশা করা যায় এক সপ্তাহ পরেই চালু করতে পারবো বর্ধিত আইসিইউ ও শয্যা।