খুলনায় মোবাইল ফোনে জিনের বাদশা পরিচয়ে টাকা হাতিয়ে নেয়া চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।
পাইকগাছার গোলাবাড়ী এলাকা থেকে বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল্লাহ আল মামুন ওরফে জিনের বাদশা (৩০) পাইকগাছা উপজেলার নাকসা গ্রামের বাসিন্দা রুহুল আমিনের ছেলে।
আরও পড়ুন:চট্টগ্রামে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে খুলনা সিআইডির বিশেষ পুলিশ সুপার আনিচুর রহমান জানান, খুলনা সিআইডির একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার রাতে গোলাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। কথিত জিনের বাদশা আব্দুল্লাহ আল মামুন দীর্ঘদিন থেকে কখনো জিনের বাদশা, কখনো ফরেস্ট অফিসার, কখনো ভাইস চেয়ারম্যান সেজে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। তার প্রতারণার ফাঁদে ফেলে এক ভুক্তভোগীর কাছ থেকে ৪ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় গত বছরের জুন মাসে খুলনার দিঘলিয়া থানায় আব্দুল্লাহ আল মামুন ওরফে জিনের বাদশার নামে মামলা করে ভুক্তভোগী।
আরওপড়ুন:সাভারে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
ওই মামলার তদন্তভার সিআইডি গ্রহণ করার পর প্রতারক আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়।
বিশেষ পুলিশ সুপার আনিচুর জানান, প্রতারক আব্দুল্লাহ আল মামুনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করেছে।