জেলার বটিয়াঘাটা থানার হাটবাটি গ্রামে অভিযান চালিয়ে কষ্টি পাথরসহ দুই পাচারকারীকে আটক করেছে র্যাব-৬।
আটকরা হলেন- ওই গ্রামের মো. আব্দুর রহমান (৩০) ও ওমালিন্দ বাচার (৩৫)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাটবাটি গ্রামের সৈয়দ মোল্লা বাড়ির পাশ থেকে দুজনকে আটক এবং তাদের হেফাজতে থাকা একটি কথিত কষ্টি পাথর উদ্ধার করা হয়। যার বর্তমান আনুমানিক মূল্য প্রায় ৬০ কোটি টাকা।
আটক দুজন জিজ্ঞাসাবাদে জানান, তারা চোরাচালানের মাধ্যমে পার্শ্ববর্তী দেশে পাথরটি পাচারের জন্য নিজেদের কাছে রেখেছিলেন।
তাদের বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।