খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গোলাম নামের এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (২৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন ২২ তলা ভবণের পাশে একটি গলিতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মিজানুর রহমান।
নিহত গোলাম (২৫) হরিণটানা থানাধীন ময়ুর আবাসিক এলাকার বাসিন্দা মো. আলী হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাতে ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত ধারলো অস্ত্র দিয়ে গোলামের পেটের মাঝখানে আঘাত করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তার পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দিবাগত রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেপ্তার ৪
নিহত গোলাম পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে স্থানীয়রা জানান।
হত্যাকাণ্ডের বিষয়ে ওসি মো. মিজানুর রহমান ইউএনবিকে বলেন, ‘রবিবার রাত সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটেছে। তবে হামলা কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।’
হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত ও আটকে অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি।