খুলনায় পুকুরে গোসল করতে গিয়ে আরাফাত (১৩) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১২ টার দিকে খুলনা মহানগরীর আইজার মোড় এলাকার একটি পুকুরে ডুবে তার মৃত্যু হয়।
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) কঞ্জারভেন্সি বিভাগের উচ্চমান সহকারী আনোয়ার হোসেনের বড় ছেলে আরাফাত। সে স্থানীয় ইকরা মাদ্রাসার হাফেজী পড়তো।
কেসিসির সহকারী কঞ্জারভেন্সি অফিসার মোল্লা মারুফ রশিদ জানান, দুপুর ১২ টার দিকে ৬/৭ জন শিশু কিশোর মিলে আইজার মোড়ের পুকুরে গোসল করতে যায়। এসময় আরাফাত ও তার ছোট ভাই তাদের সঙ্গে যায়। সবাই গোসল করে উঠে আসলে আরাফাত না আসায় ছোট ভাই তাকে খুঁজতে থাকে। পরে প্রতিবেশি ও স্বজনরা পুকুর থেকে আরাফাতকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, আরাফাত সাঁতার জানতো না। সে ১২ পারা কোরআন মুখস্থ করেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু