খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
ডা. রাশেদা জানান, নমুনা পরীক্ষায় শুক্রবার তার করোনা পজেটিভ শনাক্ত হয়। এছাড়া তার কার্যালয়ের সহকারী প্রধান কর্মকর্তা জোবায়ের হোসেন ও প্রশাসনিক কর্মকর্তা এসএম জাহাতাব হোসেনেরও করোনা পজেটিভ ধরা পড়েছে। তারা সবাই বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মো. রেজা সেকান্দার বলেন, নমুনা পরীক্ষার পর শুক্রবার আরএমও মিজানুর রহমান প্রতিবেদন পজেটিভ আসে।
এছাড়া খুলনার সিএসএস আভা সেন্টারে দায়িত্ব পালনকারী আরও একজন চিকিৎসক করোনা পজেটিভ হয়েছেন বলে তিনি জানান।
এদিকে, কিট সংকটের কারণে খুলনায় নমুনা সংগ্রহ বিঘ্নিত হচ্ছে।
জেলা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, কিট সংকটের কারণে শুক্রবার তার আওতাধীন জেনারেল হাসপাতাল থেকে নমুনা নেয়া সম্ভব হয়নি। শনিবার মেডিকেল কলেজ থেকে কিছু কিট সংগ্রহ করার পর সাড়ে ১১টা থেকে নমুনা সংগ্রহ শুরু করা হয়।