করোনার দ্বিতীয় ঢেউয়ে দীর্ঘদিন বন্ধ থাকার পর স্বল্প পরিসরে জেলার অভ্যন্তরে গণপরিবহন চলাচলে স্বস্তি ফিরেছে ফরিদপুরের পরিবহন শ্রমিকদের।
তবে সরকারি আদেশ বাস্তবায়নে সড়কের গুরুত্বপূর্ণ জায়গায় ট্রাফিক পুলিশের নজরদারি বাসানো হয়েছে।
আরও পড়ুন: করোনায় সড়কে গণপরিবহনের যাত্রা শুরু
সকাল ১০টার দিকে ফরিদপুর পৌরবাস বাসস্ট্যান্ডে ইউএনবির এই প্রতিনিধি গিয়ে বাসস্ট্যান্ড সরব দেখতে পান। শ্রমিকদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। অনেকেই যাত্রীবাহী গাড়ি ধুয়ে মুছে নিচ্ছে। তবে জেলার বাইরে জেলা শহরের যাত্রী নিয়ে যেতে না পারায় ক্ষোভ শ্রমিক ও যাত্রীদের।
শহরের পৌর বাসস্ট্যান্ডের কয়েকজন পরিবহন শ্রমিক অল্প পরিসরে হলেও রাস্তায় গাড়ি নিয়ে নামতে পেরে খুশি বলে জানান। তবে অন্য জেলায় যেতে দিলে আরও বেশি ভালো হত বলে দাবি করেন তারা।
তারা বলেন, করোনার দীর্ঘ সময় বাস বন্ধ থাকায় তারা একেবারেই কর্মহীন ছিলেন। সংসার চালাতে বেশ কষ্ট হয়েছে। এখন অল্প হলেও কিছুটা স্বচ্ছলতা ফিরে আসবে।
আরও পড়ুন: দোকান খোলা রাখার দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ
ফরিদপুর থেকে মাগুরাগামী হাবিবুর রহমানসহ বেশ কয়েকজন যাত্রী জানান, এখান থেকে কোনো গাড়ি মাগুরা যাচ্ছে না। ফরিদপুরের বাস মধুখালীর কামারখালী পর্যন্ত যাবে, কিন্তু তার পরে কীভাবে যাবেন।
ফরিদপুর ট্রাফিক ইন্সেপেক্টর মো. তুহিন লস্কর বলেন, ‘সরকারি নির্দেশ বাস্তবায়নে আমরা কাজ করছি। আমরা দেখছি কোনো বাস অতিরিক্ত যাত্রী তুলছে কি না।’
আরও পড়ুন: গণপরিবহন চালুর দাবিতে মাগুরায় শ্রমিকদের বিক্ষোভ
তিনি বলেন, ‘জেলার ৯ থানার ওসি এ বিষয়ে তদারকি করছেন।’