জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক কলারের ফোন কলে নরসিংদী সদরের পালমারি এলাকায় ছিনতাই হওয়া এক মালাবাহী ট্রাক উদ্ধার করেছে পুলিশ।
রবিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে জাতীয় জরুরি সেবা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার দিবাগত রাত পৌণে তিনটায় মহসিন নামে একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করে জানান,তিনি ঢাকার সেগুনবাগিচা থেকে একটি মিনি ট্রাক যোগে কিছু আসবাবপত্র নিয়ে তার বাড়ি নরসিংদীর মনোহরদী যাচ্ছিলেন। পথিমধ্যে রাত আড়াইটার দিকে নরসিংদী সদরের পালমারি এলাকায় রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে তাদের মিনি ট্রাকটি থামিয়ে কিছু দুষ্কৃতিকারী তাদের টাকা পয়সা ও মালামাল সহ মিনি ট্রাকটি ছিনতাই করে পালিয়ে গেছে।
আরও পড়ুন: ৯৯৯ এ ফোন কলে দগ্ধ গৃহকর্মী উদ্ধার, আটক ১
৯৯৯ কলটেকার কনষ্টেবল নাহিদ হোসেন কলটি রিসিভ করেছিলেন। কনষ্টেবল নাহিদ তাৎক্ষণিকভাবে নরসিংদী সদর থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানায়।
সংবাদ পেয়ে নরসিংদী সদর থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়।
নরসিংদী সদর থানার এস আই জয় বণিক জানান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকৃত মিনি ট্রাকটিকে ধাওয়া করেন তারা। এক পর্যায়ে ছিনতাইকারীরা নরসিংদী সদরের সিলমার্দী,পাচদোনা এলাকায় রাস্তার পাশে মিনি ট্রাকটি রেখে রাতের অন্ধকারে পালিয়ে যায়। মালামাল সহ মিনি ট্রাকটি উদ্ধার করে কলারকে বুঝিয়ে দেয়া হয়েছে।
ছিনতাইকারীদের আটকে প্রচেষ্টা অব্যহত আছে বলে জানান তিনি।
আরও পড়ুন: চলন্ত ট্রেন থেকে পড়ে গেল কিশোর, ৯৯৯ এ ফোন কলে উদ্ধার