পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোরে স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলার সংরক্ষণাগারে এ আগুন লাগে।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত জানা না গেলেও সংরক্ষণাগারে থাকা পর্যাপ্ত ওষুধ, প্রয়োজনীয় কাগজপত্র, আসবাবপত্রসহ কম্পিউটার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মেজবাহ উদ্দিন।
আগুন লাগার সংবাদ পেয়ে উপজেলার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর মধ্যে রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মেজবাহ উদ্দিন বলেন, ‘ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসি। স্টোর রুমে গলাচিপা-রাঙ্গাবালী উপজেলার ওষুধ, সার্জিক্যাল যন্ত্রপাতি, জরুরি রেজিস্ট্রারসহ অন্যান্য মালামাল রয়েছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা হয়নি।’
ফায়ার সার্ভিসের গলাচিপা স্টেশনের উপকর্মকর্তা কামাল হোসেনে জানান, আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি পাম্পসহ উপজেলা সদর হাসপাতালে উপস্থিত হয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে তাদের দুটি ইউনিট। পরে দশমিনা থেকে আরও একটি ইউনিট উপস্থিত হয়। আগুন লাগার সূত্র তদন্তের পর বলা যাবে বলে জানান এ কর্মকর্তা।