গাইবান্ধার সাদুল্লাপুরে নদী থেকে পলিথিনের ও লাল ব্যাগে মোড়ানো একটি মানব ভ্রূণ উঠে এসেছে এক জেলের জালে। পরে পুলিশ ভ্রুণটি উদ্ধার করে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের চকশুকুরগাড়ী এলাকার নলেয়া নদী থেকে ভ্রূণটি জালে উঠে আসে।
আরও পড়ুন: গাইবান্ধায় ভাপা পিঠা আনতে গিয়ে শিশুর মৃত্যু
পুলিশ জানায়, বিকালের দিকে এক ব্যক্তি জাল নিয়ে নলেয়া নদীতে মাছ ধরতে যায়। এসময় তার জালে পলিথিনের মধ্যে লাল কাপড়ের একটি ব্যাগ উঠে আসে। তিনি ব্যাগটি খুলে ভেতরে অর্ধগলিত একটি ভ্রূণ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা এসে ভ্রূণটি উদ্ধার করেন।
স্থানীয় এক বাসিন্দা জানান, ভ্রূণটির বয়স আনুমানিক ৪-৫ মাস। এর হাত-পা হলেও মাথা ঠিকভাবে হয়নি।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহববু আলম জানান, আদালতের আদেশ নিয়ে শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হবে ভ্রূণটি।
আরও পড়ুন: গাইবান্ধায় গাড়ির ওয়ার্কশপ থেকে ‘মানসিক প্রতিবন্ধী’ যুবকের লাশ উদ্ধার