উপজেলা সদরের কলোনিপাড়া এলাকায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
নিহত শ্রমিক বাপ্পী হোসেন (২৮) উপজেলার শিবপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
আরও পড়ুন: গাজীপুরে গ্যাস লাইনে বিস্ফোরণ, আহত ৩
আহতরা হলেন- উপজেলার শিবপুর গ্রামের উজ্জ্বল কুমারের ছেলে চন্দন কুমার (২৫) ও একই গ্রামের শ্রীকান্ত কুমারের ছেলে রতন কুমার (২৫)।
আরও পড়ুন: কুষ্টিয়া ও ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে উপজেলা সদরের কলোনিপাড়া এলাকার ইব্রাহিম আলিমের বাসার সেফটিক ট্যাংকি পরিষ্কার শুরু করে শ্রমিকরা। পাইপ ঢুকিয়ে মেশিনের সাহায্যে ট্যাংকি পরিষ্কার করার সময় রাত ১১টার দিকে বিস্ফোরণ ঘটে। এতে বাপ্পী হোসেন, রতন কুমার ও চন্দন কুমার নামের তিন শ্রমিক গুরুতর আহত হন। তৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে শ্রমিক বাপ্পী হোসেনের মৃত্যু হয়। আহত দুই শ্রমিকের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
আরও পড়ুন: সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮