শনিবার রাত সাড়ে ১১টার পর আশকোনা হজ ক্যাম্প থেকে তারা গাজীপুরে পৌঁছান।
সংশ্লিষ্টরা জানান, গাজীপুর মহানগরীর মেঘডুবিতে অবস্থিত ২০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে কোয়ারেন্টাইনে এসব ইতালি ফেরত ব্যক্তিদের রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগের লোকজন এসে তাদের পরীক্ষা-নিরীক্ষা করবেন। এই ৫৯ জনের শরীরে করোনার লক্ষণ না পাওয়া গেলে পরে তাদের নিজ বাড়িতে পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন: ইতালি ফেরত ১৪২ বাংলাদেশি আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে
গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, গাজীপুরে আনা ইতালি ফেরত এসব লোকজনকে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) মাধ্যমে সরাসরি পর্যবেক্ষণ করা হবে। করোনা সংকটে মেঘডুবি ২০ শয্যার মা ও শিশুকেন্দ্র ছাড়াও পূবাইলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) প্রস্তুত রাখা হয়েছে।
প্রসঙ্গত, শনিবার সকালে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় ফেরার পর তাদেরকে আশকোনা হজ ক্যাম্পে এনে কোয়ারেন্টাইনের নির্দেশ দেয়া হয়েছিল। পরে অধিদপ্তরের নির্দেশে ওই ৫৯ জনকে গাজীপুর মহানগরীর মেঘডুবিতে একটি হাসপাতালে আনা হয়।