বৃহস্পতিবার দিবাগত রাতে বাসন ও কোনাবাড়ি থানা পুলিশ পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে। এ সময় দেশি অস্ত্র, জাল টাকা ও একটি ট্রাক জব্দ করা হয়।
আটকরা হলেন- আরিফ হোসেন (২২), সোহেল রানা (২৮), সুমন মিয়া (২৮), মিজানুর রহমান (২৯), শহিদুল্লাহ (২৪), শাহজালাল (২৪), মাজহারুল ইসলাম (২২), শাপলা আক্তার (২৩), আনোয়ার হোসেন (৪৭), রিন্টু শেখ (৩২) ও হাসান (৩২)।
পুলিশ জানায়, জিএমপির বাসন থানাধীন চান্দনা মধ্যপাড়া দেলোয়ারের টিনশেড বাড়িতে ডাকাতির প্রস্ততিকালে পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত ৩টি চাপাতি, ২টি ছোড়া, ১টি লোহার রড, ৫ গজ রশি ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
এদিকে, নগরের চান্দনা ও দিঘিরচালা এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৬৩ হাজার টাকার জালনোটসহ মাজহারুল ও শাপলাকে আটক করা হয়।
এছাড়াও গাজীপুরের কোনাবাড়ি থেকে চুরি যাওয়ার চারদিন পর সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে যশোর থেকে একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। চুরির সাথে জড়িত থাকায় তিনকে আটক করা হয়।
জিএমপির উপপুলিশ কমিশনার জাকির হাসান জানান, আটকদেরকে পৃথক মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।