গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সড়ক অবরোধ, মানববন্ধন করেছে। পরে তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে নার্সিং কলেজের নারী শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ, শিক্ষার্থীদের হুমকি ও নানা অনিয়মের সঙ্গে জড়িতের অভিযোগে ইন্সট্রাক্টর মো. জামাল উদ্দিন ভূঁইয়া, মো. তাজুল ইসলাম ও মো. মোখলেছুর রহমানের বদলির দাবিতে তারা এসব কর্মসূচি পালন করেছে।
জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাজবাড়ী সড়কে মানববন্ধন করে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়।
আরও পড়ুন: গাজীপুরে সাংবাদিক হত্যার বিচার দাবিতে ফরিদপুরে বিক্ষোভ ও মানববন্ধন
এ সময় গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোতাসিম বিল্লাহ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে শিক্ষার্থীরা তাদের দাবিনামা সম্বলিত স্মারকলিপি জমা দেয়।
কর্মসূচি চলাকালে কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ফারিহা আলম, মোসাম্মৎ শারমিন আক্তার,মেহেদী হাসান চয়ন, হৃদয় খান, লুৎফুন নাহার লিজা, তুহিন মোর্শেদ, রাফিউল আলম সরকার প্রমুখ বক্তব্য দেন।