গাজীপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে খুলে দেওয়া হয়েছে তৈরি পোশাক কারখানাসহ সব শিল্প প্রতিষ্ঠান। কাজে যোগ দিয়েছেন নারী-পুরুষ শ্রমিকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
আরও পড়ুন: গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাড়ে চার ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে দলে দলে শ্রমিকেরা কারখানায় প্রবেশ করতে শুরু করেছেন। কারখানা এলাকার নিরাপত্তায় শিল্প পুলিশ মোতায়েন করা রয়েছে। টহলে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা।
শ্রমিকরা বলছেন, এ সময় কোনো আন্দোলন নেই। অধিকাংশ ক্ষেত্রে বহিরাগতরা এই সমস্যার সৃষ্টি করছে। আমরা শ্রমিকরা শান্তিপূর্ণ পরিবেশে কাজ করতে চাই।
আরও পড়ুন: নিরাপত্তা জোরদার করে খুলে দেওয়া হয়েছে গাজীপুরের সব শিল্প প্রতিষ্ঠান
মালিকপক্ষ বলেছেন, ষড়যন্ত্রকারীরা যাতে হামলা চালিয়ে, ভাঙচুর করে শিল্প খাতে নৈরাজ্যের সৃষ্টি ও ক্ষতি করতে না পারে, সেজন্য নিরাপত্তা বাহিনীকে কঠোর অবস্থানে থাকার প্রয়োজন রয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ বলেন, গাজীপুরে বেশির কারখানা খোলা রয়েছে। সহিংসতা ও ভাঙচুর ঠেকাতে কারখানা এলাকায় প্রায় ৯০০ শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীরা টহল দিচ্ছেন।
আরও পড়ুন: গাজীপুরে ১১ কারখানায় শ্রমিক অসন্তোষ, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ