গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন বহুতল ভবনে বিদ্যুৎস্পৃষ্টে তিন নির্মাণ শ্রমিক মারা গেছেন।
বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামের আরমাদা স্পিনিং মিলস লিমিটেড গ্রুপের নবনির্মিত স্কাইনিস নামক কারখানায় এ ঘটনা ঘটে।
নিহত নির্মাণ শ্রমিকরা হলেন নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকচ্ছপিয়া গ্রামের আজাদ হোসেনের ছেলে প্রিয়াস (২০), একই উপজেলার বেলাল সওদাগরের ছেলে পাভেল (২৩) ও জামালপুর জেলার মনোয়ার হোসেন (২৫)।
জানা গেছে, গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন বহুতল ভবনে লোহার রড তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তিন নির্মাণ শ্রমিক মারা গেছেন। লোহার রড বহুতল ভবনের ছাদে উঠানোর সময় অতিরিক্ত ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের সঙ্গে লোহার রডের সংস্পর্শে আগুনের সূত্রপাত হয়। এ সময় তারা বিদ্যুৎপৃষ্ঠ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
আরও পড়ুন: চাঁদপুরে বৃষ্টির সময় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ কিশোরের মৃত্যু
ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা ইব্রাহিম খান জানান, এই কারখানায় তার অধীনে ৬০ জন নির্মাণ শ্রমিক কাজ করছে। সকালে দুর্ঘটনায় তিনজন শ্রমিক মারা গেছে। এ বিষয়ে আর তেমন কিছু জানাতে পারেনি।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজন নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের শরীর ঝলসে গেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।