নির্মাণ শ্রমিক
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ মার্চ) সাড়ে ১১টার দিকে দামুড়হুদা লোকনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি বাড়ির দ্বিতীয় তলায় ছাদ ঢালাইয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিন্টু উপজেলার লোকনাথপুর গ্রামের মুছাক আলির ছেলে।
আরও পড়ুন: গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
প্রত্যক্ষদর্শীরা জানান, রিন্টুসহ কয়েকজন শ্রমিক ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। এ সময় রিন্টুর হাতে থাকা লোহার রড ঘরের পাশ দিয়ে যাওয়া উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইনের তারে লেগে বিদ্যুৎস্পৃষ্টে ঝলসে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দামুড়হুদা মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।’
৭ দিন আগে
যশোরে দেয়ালচাপায় নির্মাণ শ্রমিক নিহত
যশোর বেজপাড়ার বনানী রোডে ড্রেন নির্মাণ করার সময় রাস্তার পাশে থাকা পুরাতন দেওয়াল ভেঙ্গে চাপা পড়ে ডালিম নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
রবিবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত নির্মাণ শ্রমিক ডালিম যশোরের চৌগাছা উপজেলার কালিয়াকুন্ডি গ্রামের মৃত আকবরের ছেলে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ডোবার পানিতে পড়ে ২ বোন নিহত
নিহতের সহকর্মীরা জানান, যশোর পৌরসভার ঠিকাদারের মাধ্যম শহরের বেজপাড়া বনানী রোডে ড্রেন নির্মাণ করার সময় রাস্তার পাশে থাকা পুরাতন দেয়াল হঠাৎ ভেঙে পড়ে মারাত্মকভাবে আহত হন ডালিম। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
১০ দিন আগে
ঝালকাঠিতে নির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যা
ঝালকাঠির রাজাপুরে পূর্ব শত্রুতার জেরে আবুল বাসার নামে এক নির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার দক্ষিণ সাউথপুর এলাকায় এ ঘটনা ঘটে। আবুল বাসার মৃত তানজের আলীর ছেলে৷
আরও পড়ুন: শরীয়তপুর ঘুমন্ত ভগ্নিপতিকে হত্যার অভিযোগ শ্যালকের বিরুদ্ধে
স্থানীয়রা জানায়, পূর্ব শক্রুতার জেরে দক্ষিণ সাউথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় নাজমুল হাসান ধারালো অস্ত্র দিয়ে আবুল বাসারের শরীরে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৪৪ দিন আগে
কুষ্টিয়ায় শুকনো পুকুর থেকে নির্মাণ শ্রমিকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
কুষ্টিয়ার মিরপুরে শুকিয়ে যাওয়া একটি পুকুর থেকে এক নির্মাণ শ্রমিকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
নিহত মঈন উদ্দীন (৩০) উপজেলার ধলশা গ্রামের মৃত মাজেদ প্রামাণিকের ছেলে। তিনি পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে কৃষকরা গ্রামের মাঠে কাজ করতে গিয়ে শুকিয়ে যাওয়া একটি পুকুরের ভেতর এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখেন। তারা মিরপুর থানা পুলিশকে বিষয়টি জানায়। খবর ছড়িয়ে পড়লে গ্রামের মানুষ সেখানে ভিড় করে।
পরিবার সূত্র জানিয়েছে, মঈন উদ্দীন সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। সকালে জানতে পারেন তার লাশ পুকুরে পড়ে আছে। কেন কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা কেউ ধারণা করতে পারছে না।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুর রহমান বলেন, মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশের গোয়েন্দা শাখাও কাজ করছে। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: কুমিল্লায় নারীসহ ৩ জনের লাশ উদ্ধার
৫০ দিন আগে
বগুড়ায় ট্রাকের ধাক্কায় নির্মাণ শ্রমিক নিহত
বগুড়ার সদরে মালবাহী ট্রাকের ধাক্কায় এক নির্মাণশ্রমিক নিহতের অভিাযোগ পাওয়া গেছে।
সোমবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার ন্যাংড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ময়মনসিংহে সিএনজিতে ট্রাকের ধাক্কায় নিহত ৩
নিহত নির্মাণশ্রমিক মজিবর রহমান বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের দশটিকা সরদারপাড়া এলাকার মৃত হায়দার আলীর ছেলে।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) নূর জাহিদ জানান, সকাল ১০টার দিকে মজিবর বাইসাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন।
তিনি আরও জানান, এসময় পেছন থেকে একটি মালবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি জানান, এ ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাকটি জব্দ করেন। তবে চালক পালিয়ে যান।
আরও পড়ুন: ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
বাগেরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
৪৮৫ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত নির্মাণ শ্রমিকেরা হলেন- লোকমান মিয়া (২৯), আমজাদ (১৮) ও শরীফ (১৫)। এদের মধ্যে লোকমান ও আমজাদের বাড়ি সরাইল উপজেলার সদর ইউনিয়নের নিজসরাইল এবং শরীফের বাড়ি ঝিলুকদার পাড়া গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে নির্মাণ শ্রমিক লোকমান তার দুই সহযোগী আমজাদ ও শরীফকে নিয়ে তেরকান্দা গ্রামের বরকত আলীর বাড়িতে নির্মাণাধীন সীমানা প্রাচীরে রডের কাজ করছিলেন। রডের পিলার দাঁড়া করানোর সময় উপরে থাকা হাই ভোল্টেজের বিদ্যুতের তারে রড লেগে যায়। এ সময় বিদ্যুতের তার রডে জড়িয়ে গেলে তারা তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদেরকে মুমূর্ষু অবস্থায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন মারা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান ওসি।
আরও পড়ুন: চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে ছেলে নিহত, বাবা আহত
কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
৫৬১ দিন আগে
ফরিদপুরে নির্মাণ শ্রমিকের চোখ উপড়ানো লাশ উদ্ধার
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক নির্মাণ শ্রমিকের চোখ উপড়ানো লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বোয়ালমারী উপজেলার রূপাপাত বামনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের পেছন থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুন: কোম্পানীগঞ্জে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার
নিহত নির্মাণ শ্রমিকের নাম মিজান শেখ (২৫)। তিনি রূপাপাত ইউনিয়নের রূপাপাত গ্রামের আহমেদ শেখের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার (২ আগস্ট) থেকে মিজানকে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সন্ধ্যায় রূপাপাত বামনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের পেছনে রুপাপাত গ্রামের বাসিন্দা নিমাই কুলুর মেহগনি বাগানে তার লাশ পাওয়া যায়।
পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
বোয়ালমারী থানার উপপরিদর্শক (তদন্ত) কবির আহমেদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে খানায় এনেছি।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। লাশটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার ডান চোখ উপড়ানো অবস্থায় পাওয়া গেছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব জানান, নিহতের স্বজনদের মাধ্যমে জানতে পেরেছি বুধবার থেকে মিজানকে পাওয়া যাচ্ছিল না। তবে বিষয়টি নিয়ে কেউ থানায় লিখিত বা মৌখিকভাবে কিছুই জানায়নি।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
আরও পড়ুন: সিলেটে বাসিয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
নাটোরে যুবকের লাশ উদ্ধার
৫৯৩ দিন আগে
সিলেটে নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৪
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ জুন) সকালে হাসপাতাল এলাকার একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। এছাড়া আরও এক নির্মাণ শ্রমিককে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত শ্রমিক নয়ন মিয়া (২০)। তার বাড়ি বিশ্বনাথ উপজেলায়।
আটক চারজন হলো, দিনাজপুরের রুবেল, কুড়িগ্রামের আমিনুল ইসলাম, আয়নাল ও সাবান আলী। তারা সকলেই ওসমানী হাসপাতালের নির্মাণাধীন ভবনের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান জামাল এন্ড কোং-এ কর্মরত এবং মালিকপক্ষের আত্মীয় বলে জানা গেছে।
আরও পড়ুন: সাজেকে ডায়রিয়ায় নারীর মৃত্যু, মুমূর্ষু আরও অর্ধশতাধিক
জানা গেছে, ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা শ্রমিকদের থাকার রুমে হাত পা বেঁধে প্রায় ২ ঘন্টাব্যাপী পেটায় দুই নির্মাণ শ্রমিককে। এক পর্যায়ে নয়ন নামের নির্মাণ শ্রমিক অজ্ঞান হয়ে পড়লে কর্মকর্তারা তাকে ফেলে রেখে চলে যায়। পরে অন্যান্য সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মূল অভিযুক্তসহ চারজনকে আটক করেছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী শ্রমিক ফজলুল হক জানান, অর্থসংকটের কথা বলে গতকাল বৃহস্পতিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন বহুতল ভবনে শ্রমিকের কাজ নিয়েছিলেন বিশ্বনাথের যুবক নয়ন।
শুক্রবার (৯ জুন) সকাল সাড়ে ৬টার দিকে নির্মাণ শ্রমিক নয়ন ও আইয়ুব আলীকে এক লাখ ৩৭ হাজার টাকা ও চারটি মোবাইল চুরির অভিযোগে একটি রুমে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর তাদের হাত পা বেঁধে লাঠিসোঁটা ও রড দিয়ে নির্মম নির্যাতন চালান ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মরত ঠিকাদার ও ম্যানেজারের লোকজন।
নির্যাতনকালে নয়ন চিৎকার করে পানি খাওয়ার অনুরোধ জানালে তাকে প্রস্রাব খাওয়ানো হবে বলা হয়। দীর্ঘ প্রায় ২ ঘন্টা চলে নির্যাতন।
একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় নয়নকে ফেলে রেখে ঠিকাদার ও ম্যানেজারের লোকজন চলে যায়। পরে কাল সোয়া ৯টার দিকে নয়নকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
অন্যান্য শ্রমিকের দেওয়া তথ্যমতে পরবর্তীতে আইয়ুব আলী নামে আরও এক শ্রমিককে পুলিশ হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠান।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ জানান, শ্রমিক হত্যার ঘটনায় এ পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত চুরির কোন নিদর্শন পাওয়া যায়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। অপরাধী যেই হোক তাদেরকে ছাড় দেওয়া হবে না।
এদিকে, অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান জামাল এন্ড কোং এর বিরুদ্ধে রয়েছে শ্রমিক নির্যাতনসহ আরও নানা অভিযোগ। একাধিক নির্মাণ শ্রমিক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নির্যাতন ও নিয়মিত মজুরি না দেওয়ার অভিযোগ করেন।
এছাড়া গেল ৩ জুন ওই প্রতিষ্ঠানের গাফিলতিতে লোহার পাইপ পড়ে মারা যান দেলোয়ার হোসেন নামের এক সেনাসদস্য। ওই ঘটনায় দায়ের করা মামলায় আসামির তালিকায় রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান জামাল অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী মো. জামাল উদ্দিন।
আরও পড়ুন: কুড়িগ্রামে বজ্রপাতে যুবকের মৃত্যু
দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৪
৬৪৯ দিন আগে
গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন বহুতল ভবনে বিদ্যুৎস্পৃষ্টে তিন নির্মাণ শ্রমিক মারা গেছেন।
বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামের আরমাদা স্পিনিং মিলস লিমিটেড গ্রুপের নবনির্মিত স্কাইনিস নামক কারখানায় এ ঘটনা ঘটে।
নিহত নির্মাণ শ্রমিকরা হলেন নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকচ্ছপিয়া গ্রামের আজাদ হোসেনের ছেলে প্রিয়াস (২০), একই উপজেলার বেলাল সওদাগরের ছেলে পাভেল (২৩) ও জামালপুর জেলার মনোয়ার হোসেন (২৫)।
জানা গেছে, গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন বহুতল ভবনে লোহার রড তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তিন নির্মাণ শ্রমিক মারা গেছেন। লোহার রড বহুতল ভবনের ছাদে উঠানোর সময় অতিরিক্ত ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের সঙ্গে লোহার রডের সংস্পর্শে আগুনের সূত্রপাত হয়। এ সময় তারা বিদ্যুৎপৃষ্ঠ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
আরও পড়ুন: চাঁদপুরে বৃষ্টির সময় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ কিশোরের মৃত্যু
ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা ইব্রাহিম খান জানান, এই কারখানায় তার অধীনে ৬০ জন নির্মাণ শ্রমিক কাজ করছে। সকালে দুর্ঘটনায় তিনজন শ্রমিক মারা গেছে। এ বিষয়ে আর তেমন কিছু জানাতে পারেনি।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজন নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের শরীর ঝলসে গেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
আরও পড়ুন: সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু
৭২০ দিন আগে
ঠাকুরগাঁওয়ে মাটি চাপা পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে টয়লেটের রিং স্লাব বসাতে গিয়ে মাটি ধসে লক্ষণ চন্দ্র পাল (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মার্চ) দুপুরে পৌর শহরের ডিসি বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লক্ষণ দিনাজপুরের বীরগঞ্জ থানার ৯নং সাতর ইউনিয়নের দক্ষিণ দোলুয়া গ্রামের মৃত রাজবিহারী পালের ছেলে।
আরও পড়ুন: বরিশালে বজ্রপাতে শ্বশুর ও জামাইয়ের মৃত্যু
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল থেকে ডিসি বস্তি এলাকায় মমতা বেগমের বাড়িতে কয়েকজন শ্রমিক মাটির গভীরে টয়লেটের রিং বসাচ্ছিলেন। এ সময় কাজ করতে করতে প্রায় ১৪টি রিং বসার পর লক্ষণের ওপর মাটি ধসে পড়ে।
তার সঙ্গে থাকা নারায়ণ চন্দ্র চিৎকার করলে তাকে উদ্ধার করতে আশাপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে লক্ষণের লাশ উদ্ধার করে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: উখিয়ায় মাটি চাপায় ৩ রোহিঙ্গার মৃত্যু
দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু
৭২১ দিন আগে