রাজধানীর গুলশান এলাকায় রবিবার সন্ধ্যায় একটি অ্যাপার্টমেন্ট ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন ইউএনবিকে জানান, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশনস অ্যান্ড রক্ষণাবেক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে কমিটির প্রধান করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ-পরিচালক (অপারেশনস অ্যান্ড রক্ষণাবেক্ষণ), সহকারী পরিচালক, গুলশান জোনের উপ-সহকারী পরিচালক এবং স্থানীয় ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা।
১২তলা ভবনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও ৯জন পুরুষ, ১২ জন নারী ও এক শিশুসহ ২২ জনকে উদ্ধার করা হয়েছে।
পরে সেনাবাহিনী ও বিমানবাহিনীও উদ্ধার অভিযানে যোগ দিলে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: গুলশানে বহুতল ভবনে আগুন