গ্রেপ্তারের একদিন পর ভোলা জেলখানার মাদক মামলার আসামি সফিউল আলম সফির (৪৯) মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) ১০টা ২০ মিনিটে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই আসামির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জেল সুপার শওকত হোসেন মিঞা।
জেল সুপার বলেন, ‘গত সোমবার রাতে ভোলার সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ভোলা-ইলিশা সড়কের ওপর থেকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল আজিজের ছেলে সফিউল আলম সফি ও তার ভায়রা একই এলাকার বাসিন্দা বদিউল আলম বাদশাকে পুলিশ তিন কেজি গাঁজাসহ আটক করে। পরে পুলিশ তাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে আদালতে সোপর্দ করলে আদালত গতকাল (মঙ্গলবার) জেলহাজতে পাঠায়।
আরও পড়ুন: নরসিংদী কারাগারে কয়েদির মৃত্যু, ‘হত্যার’ অভিযোগ স্বজনদের
‘বুধবার সকাল সাড়ে ৯টায় আসামির বুকে ব্যথা উঠলে জেলা কারাগারের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হলে, ভোলা সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।’
তিনি আরও বলেন, ‘সেখানে এক ঘণ্টা চিকিৎসার পরে আসামির মৃত্যু হয়। সুরতহাল ও ময়নাতদন্তের পরে সফিউল আলমের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’