সেনাবাহিনী সাতক্ষীরার উপকূলীয় বুড়িগোয়ালিনী ইউনিয়নের বয়ারসিং সরদার বাড়ি জামে মসজিদ পুনর্নির্মাণের মধ্য দিয়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও হতদরিদ্র অসহায় মানুষের বাসস্থান পুনর্নির্মাণের কাজ শুরু করেছে।
যশোর সেনানিবাসের ৯ ইস্টবেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল ফারহান জানান, ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের খাদ্যসামগ্রী ও চিকিৎসাসেবা দেয়ার পাশাপশি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও বাসস্থান পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী।
অন্যদিকে, বিমানবাহিনীর সদস্যরা সাতক্ষীরায় জরুরি বিমান পরিবহন এবং চিকিৎসা সহায়তা প্রদানসহ নিজস্ব পরিবহনে ক্ষতিগ্রস্ত এলাকায় বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, প্রাইমারি মেডিকেল সাপোর্ট ও দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তা দিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী দুর্যোগ কবলিত এলাকায় সহায়তা করার জন্য বিমানবাহিনীর ছয়টি পরিবহন বিমান ও ২৯টি হেলিকপ্টার প্রস্তুত রয়েছে।