ঢাকার একটি হাসপাতালে বুধবার রাতে মো. রবিউল মারা যান।
এর আগে বিস্ফোরণে ঘটনাস্থলে জুবায়ের সাব্বির (২৬), আমির হোসেন (৩২) ও রবিউল আলম (৩১) মারা যান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক এস খালেদ বলেন, ‘আহত রবিউলের শরীরের ৯৫ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছিল। সেখানে বুধবার রাত ১০টার দিকে তিনি মারা যান।’
এদিকে, পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. মিজানুর রহমান জানান, ডিপোতে তেলের ট্যাংক বিস্ফোরণের ঘটনায় সিআইডির তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় জেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি করা হয়নি।
বুধবার বেলা ১২টার দিকে কনটেইনার ডিপোর ওয়ার্কশপে তেলের ট্যাংক ওয়েল্ডিং করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই তিন শ্রমিক মারা যান। সেই সাথে তিন শ্রমিক অগ্নিদগ্ধ হন। নিহত ও আহত সবার বাড়ি পতেঙ্গা থানার বিজয় নগর এলাকায়।