শুক্রবার সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ নিয়ে সিএমপির এক উপকমিশনারসহ (পুলিশ সুপার) চট্টগ্রামের মোট ছয়জন পুলিশ সদস্য করোনাভাইরাসে মারা গেছেন।
আরও পড়ুন:করোনায় দেশে আরও ২০ মৃত্যু
মৃত মো. জহিরুল ইসলাম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিটি স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার সাহাপুর গ্রামে। তিনি এক ছেলে ও এক কন্যার বাবা ছিলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বিষয়টি নিশ্চিত করে পুলিশ কনস্টেবল জহিরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
এক বার্তায় তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর দুঃখ ও সমবেদনা জ্ঞাপন করেন।
আরও পড়ুন: করোনা একবার হলে, দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা খুবই কম: গবেষণা
ব্রিটেনফেরত যাত্রীদের ৭ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
সিএমপি সূত্র জানায়, দায়িত্ব পালনকালে কনস্টেবল জহিরুল ইসলাম গত ৬ ডিসেম্বর করোনাভাইরাসে সংক্রমিত হন। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান।
প্রসঙ্গত, মহামারি পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে যেয়ে সারা দেশে ৬৫ জনেরও বেশি পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
আরও পড়ুন: বিশ্বব্যাপী লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ, একদিনে শনাক্ত ৭ লাখ