চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দশ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯৯৪ জনে। নতুন মৃতদের মধ্যে চার জন নগরীর বাকি ছয় জন উপজেলার বাসিন্দা।
একই সময় নতুন করে আরও ১ হাজার ২৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ১৪৪ জনে এসে দাঁড়িয়েছে। এর মধ্যে ৬৩ হাজার ৬১৫ জন নগরীর ও ২১ হাজার ৫২৯ জন বিভিন্ন উপজেলাবাসী।
মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, চট্টগ্রামের সরকারি-বেসরকারি ১০টি ল্যাব ও বিভিন্ন অ্যান্টিজেন বুথে সর্বমোট ৩ হাজার ৪৫০ জনের নমুনা পরীক্ষা হয়।
আরও পড়ুন: করোনায় খুলনা বিভাগে ৩১ মৃত্যু
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা গেছে, ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে (বিআইটিআইডি) ৭৭৯ জনের নমুনা পরীক্ষায় চট্টগ্রাম নগরের ১৩৭ ও উপজেলার ৮৯ জন জীবাণুবাহক পাওয়া গেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৫৪ জনের নমুনা পরীক্ষা করা হলে নগরের ১১৬ ও উপজেলার ১২২ জনের শরীরে জীবাণুর উপস্থিতি চিহ্নিত হয়। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৩২ জনের নমুনা পরীক্ষায় চট্টগ্রাম নগরের ৪৮ ও উপজেলার ৫৭ জন জীবাণুবাহক পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৫৬৭ জনের নমুনা পরীক্ষা করা হলে নগরের ১৬২ ও উপজেলার ৩১ জনের শরীরে জীবাণুর উপস্থিতি চিহ্নিত হয়।
নমুনা সংগ্রহের পরপরই ফলাফল প্রদানকারী অ্যান্টিজেন টেস্টে ৮১৩ জনের মধ্যে ২৩০ জন জীবাণুবাহক বলে জানানো হয়। এর মধ্যে চট্টগ্রাম নগরের ১২০ জন ও উপজেলার ১১০ জন। চট্টগ্রাম নগরীতে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহকারী কয়েকটি কেন্দ্রে অ্যান্টিজেন টেস্ট করা হয়ে থাকে।
এদিকে, বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরির মধ্যে ইমপেরিয়াল হাসপাতালের ল্যাবে ১৮৬ নমুনা পরীক্ষায় নগরীতে ৬৫ জন ও উপজেলার ৪ জনের করোনা শনাক্ত হয়। আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে ৭৫ জনের নমুনা পরীক্ষায় নগরীতে ৩৫ জন ও উপজেলার তিন জন করোনা পজিটিভ শনাক্ত হয়। আরটিআরএল ল্যাবে ৪৮ নমুনা পরীক্ষা নগরীতে ২২ জন আর উপজেলার তিন জনের করোনা শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: বরিশাল বিভাগে করোনা ও উপসর্গে ১৮ মৃত্যু
এছাড়া মেডিকেল সেন্টার হাসপাতালে ৪৩ নমুনা পরীক্ষায় নগরীতে ২২ জন আর উপজেলার এক জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে। ইপিক হেলথ কেয়ার ল্যাবে ২২৯ জনের নমুনা পরীক্ষায় নগরীতে ১০৮ জন ও উপজেলার ১২ জন করোনা পজিটিভ আসে। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে কেবল ২৪ টি এর মধ্যে উপজেলার ছয় জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।