চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে ফের মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে আরও ১০ জন। যাদের মধ্যে নগরীতে ৬ জন ও উপজেলার ৪ জন বাসিন্দা রয়েছে। এনিয়ে চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২২৫ জনে।
এদিন চট্টগ্রামে ১ হাজার ৪২ টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১৪৪ জনের। এদের মধ্যে নগরীর ৯৪ জন এবং উপজেলায় ৪০ জন। এনিয়ে মোট আক্রান্ত ৯৯ হাজার ১৩৫ জন। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১৩ দশমিক ৮১ শতাংশ
সোমবার (৩০ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৪টি নমুনা পরীক্ষায় ৩২ জন ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৮৫ টি নমুনা পরীক্ষায় ১৯ জন শনাক্ত হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৬২টি নমুনা পরীক্ষায় ২৩ জন ও জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৮টি নমুনা পরীক্ষা করে ২ জন শনাক্ত হয়।
ইমপেরিয়াল হাসপাতালে ১২৬ জনের নমুনা পরীক্ষায় ১৭ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৯৪টি নমুনা পরীক্ষা করে এক জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৪টি নমুনা পরীক্ষা করে ৯ জন শনাক্ত হয়।
মেডিকেল সেন্টার হাসপাতালে ১৩টি নমুনা পরীক্ষা করে ৩ জন, এপিক হেলথ কেয়ার ল্যাব ৫৯২টি নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া অ্যান্টিজেন টেস্টে ১১৪ টি নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।
আরও পড়ুন: ডেঙ্গু: একদিনে আরও ২৩৩ রোগী হাসপাতালে