বুধবার (৩০ ডিসেম্বর) বিকালে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের কার্যালয়ে শুনানি শেষে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পরিবেশ অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দোহাজারী-কক্সবাজার রেললাইনের কাজ করতে গিয়ে উপজেলার রাঙ্গাপাহাড় এলাকায় দুই কোটি ২২ লাখ ঘনফুট পাহাড় কাটার দায়ে এ জরিমানা করা হয়।
আরও পড়ুন: পার্বত্য তিন জেলায় জনপ্রিয় পাহাড়ী খাবার ‘বাঁশ কড়ুল’
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন বলেন, দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পের জন্য লোহাগাড়ার রাঙ্গাপাহাড় এলাকায় ৩৭টি পাহাড় কাটার অনুমোদন দেয়া হয়। তা সত্ত্বেও এর বাইরে গিয়ে ২০টি পাহাড়ের দুই কোটি ২২ লাখ ঘনফুট বেশি মাটি কাটে প্রতিষ্ঠানটি। এ ধরনের অভিযোগ পেয়ে গত নভেম্বরে শুনানিতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেয় পরিবেশ অধিদপ্তর।
আরও পড়ুন: গারো পাহাড়ের পাদদেশে চা চাষ বাড়ানোর উদ্যোগ
নির্ধারিত সময়ে (বুধবার) তমা গ্রুপের পক্ষে সহকারী মহা-ব্যবস্থাপক হাতেম আলী মজুমদার ও জনসংযোগ কর্মকর্তা মো. জাকারিয়া শুনানিতে অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক সেলিনা আক্তার ও সহকারী পরিচালক শ্রীরূপ মজুমদার।
আরও পড়ুন: পাহাড়ে পথ হারানো ৪ তরুণকে উদ্ধার করল বিমান বাহিনী
প্রসঙ্গত, ঠিকাদারি প্রতিষ্ঠান তমা গ্রুপ অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় চট্টগ্রামের দোহাজারী থেকে রামু পর্যন্ত ৮৮ কিলোমিটার, রামু থেকে কক্সবাজার পর্যন্ত ১২ কিলোমিটার ও রামু থেকে ঘুমধুম পর্যন্ত ২৮ কিলোমিটার রেলপথ নির্মিত হবে। ১২৮ কিলোমিটার রেলপথের মধ্যে চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া; কক্সবাজারের চকরিয়া, ডুলাহাজারা, ঈদগাহ, রামু, সদর ও উখিয়া এবং নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে স্টেশন হবে।
আরও পড়ুন: ডিবি পুলিশ সেজে ছিনতাই, চট্টগ্রামে এসআইসহ গ্রেপ্তার ২