মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৭-এর বিচারক মুন্সী আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:শেরপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলির (পিপি) খন্দকার আরিফুল আলম বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মোট দুটি ধারায় আসামির সাজা হয়েছে। এর মধ্যে ৯(১) ধারায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। অপর ৯(৪)(খ) ধারায় আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
তিনি জানান, পুরো বিচার প্রক্রিয়ায় আদালত ১৩ সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ করেছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
চট্টগ্রামে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
মামলা সূত্রে জানা যায়, ওই ব্যক্তি ১৫-২০ দিন ধরে নিজের মেয়েকে ধর্ষণ করে আসছিলেন। ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় চেয়ারম্যান রুস্তম আলীর কাছে বিচার চাওয়া হয়। চেয়ারম্যান বিষয়টি জেনে দ্রুত দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের মাধ্যমে ভূজপুর থানায় অবহিত করেন। সেই সাথে এলাকার লোকজন অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
পরে মেয়ের মা বাদী হয়ে ভূজপুর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ২০১৯ সালের ৩০ অক্টোবর বাদীর অভিযোগ আমলে নিয়ে আদালতে অভিযোগপত্র দেন। পরবর্তীতে ২০২০ সালের ৫ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।