চট্টগ্রামের মীরসরাইয়ে ওয়াহেদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম হত্যা মামলার আসামি শাকিল হোসেনকে ৭ বছর পর গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)।
সোমবার(২৭ মে) বিকালে র্যাব-৭ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার(২৬ মে) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর স্টার লাইন ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব।
শাকিল চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলার চরারকুল এলাকার কামাল হোসেনের ছেলে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে মলম পার্টির ৩ ‘সদস্য’ গ্রেপ্তার
নিহত ফজলুল করিম নিজামপুর গ্রামের বাসিন্দা শফিউল আলমের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরীফ-উল-আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেপ্তার আসামি শাকিল হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, তিনি এবং তার সহযোগীরা রাজনৈতিক প্রভাব বিস্তার ও পূর্ব বিরোধের জেরে ফজলুল করিমকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। শাকিল হোসেনের বিরুদ্ধে মীরসরাই থানায় একটি হত্যা ও একটি হত্যার চেষ্টা এবং জোরারগঞ্জ থানায় একটি হত্যা চেষ্টার মামলাসহ ৩টি মামলা রয়েছে। তাকে মীরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭ সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৩ জানুয়ারি নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুরুল আমিন মুহুরী নিহত হয়।
এ ঘটনার জেরে ৫ সেপ্টেম্বর দুপুরে ফজলুল করিম তার নিজ বাড়িতে খাবার খাওয়ার সময় পূর্বপরিকল্পনা অনুযায়ী আসামি শাকিল ১২ থেকে ১৫ জন সহযোগী অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ফজলুল করিমের মৃত্যু হয়।
এ ঘটনায় মীরসরাই থানায় ১২ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন নিহতের বাবা।