নেত্রকোণা থেকে শিক্ষা সফরে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের লোহাগাড়ায় লরির সঙ্গে বাসের সংঘর্ষে ২৬ শিক্ষক ও শিক্ষার্থী আহত হয়েছেন।
শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি নেত্রকোণা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে কক্সবাজারে শিক্ষা সফরে যাচ্ছিল।
আরও পড়ুন: বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, আহত ৬
আহতদের কয়েকজন হলেন- নেত্রকোণা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ইয়াছির উদ্দিন (৪৫), শিক্ষার্থী মামুন (২৫), সজিব (২১), আনিসুর রহমান (৩৫), মো. রাজু (২৪), হারুনুর রশিদ (২৮), লোকমান হাকিম (৪০), শামীম (২৪), আনোয়ার (২৫), মোবারক (৪০), পিলু (২৫), শম্পা (২৫), আবু কাউছার (২৫), রাসেল (২৪), রানা (২৫), রনি (২৩), হাসান (২৫), সিরাজ (২৬), হৃদয় (২৪), সজিব (২৫), জাকির (২৪) তানভীর (২০) ও আনোয়ার (২৫)।
দোহাজারী হাইওয়ে থানার ডিউটি অফিসার আব্দুর রহমান বলেন, নেত্রকোণা সরকারি কলেজের সৌখিন পরিবহন নামে একটি পিকনিক বাসের সঙ্গে লবণবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি থানায় জব্দ করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত ২৬ জনকে চমেক হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন।
এর আগে গতকাল রাতে একই উপজেলার আধুনগর এলাকার গ্রীন প্যালেস কমিউনিটি সেন্টারের সামনে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ১৫ জন যাত্রী আহত হয়।
আরও পড়ুন: রংপুরে ২ বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০
হবিগঞ্জে ট্রাক-পিকআপ-মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ নিহত ৫