হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিন সদস্যসহ পাঁচজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার শাহপুরে মেটাডর কোম্পানির সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কমলাটিলা গ্রামের মাইক্রোবাস চালক সাদির আলী (২৫); কমলগঞ্জ উপজেলার বড়ছড়া গ্রামের আব্দুস সালাম (৩২); আবদুস সালামের স্ত্রী সাদিয়া (২১); তাদের দুই বছরের মেয়ে হাবিবা ও সাদিয়ার ভাই আতিকুর রহমান শিহাব (১৫)।
হতাহতদের স্বজন আশরাফুল আলম জানান, মাইক্রোবাসের যাত্রীরা সবাই আত্মীয়। তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি রাজু নামের এক আত্মীয়কে রিসিভ করে বাড়ি ফিরছিলেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় দুই ইজিবাইকের সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৭
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, ঘটনার সময় ঐ স্থানে একটি মালবাহী ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। অপর দিকে মৌলভীবাজারগামী একটি মাইক্রোবাসের ধাক্কা লাগলে এটি ধুমড়েমুচড়ে যায়। এতে মাইক্রোবাসের চালক ও চার যাত্রী ঘটনাস্থলেই মারা যায়।
তিনি আরও বলেন, আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।