জেলার সীতাকুণ্ডে ট্রাকচালক হত্যা মামলার আসামি র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। উপজেলার সলিমপুর এলাকায় শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে।
নিহত কাজল (৪৮) নগরীর পাহাড়তলী এলাকার বাসিন্দা।
র্যা বের দাবি, নিহত কাজল ফৌজদারহাট-বায়েজিদ বোস্তামী সংযোগ সড়কে গত ১৬ জুলাই গরুবাহী ট্রাক চালক আবদুর রহমান (৫০) হত্যা মামলার আসামি।
আরও পড়ুন: উখিয়ায় কথিত বন্দুকযুদ্ধে রোহিঙ্গা `ডাকাত’ নিহত
র্যা ব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছারের ভাষ্য, সলিমপুর এলাকায় শুক্রবার রাতে র্যা বকে লক্ষ্য করে ডাকাত দল গুলি ছুড়লে র্যা বও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত কাজলের লাশ উদ্ধার করা হয়। এছাড়া সেখানে থেকে বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি এলজি, ১৫ রাউন্ড কার্তুজ,কার্তুজের খোসা, দুটি রাম দা, ছোরা উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, বন্দুকযুদ্ধের পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কাজলের লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
উল্লেখ্য, গত ১৬ জুলাই ভোর ৪টার দিকে ফৌজদারহাট-বায়েজিদ বোস্তামী সংযোগ সড়কটির ৪ নম্বর সেতু এলাকায় চট্টগ্রাম নগরীর বিবিরহাটগামী গরুবাহী ট্রাক থেকে কোরবানির গরু লুট করতে না পেরে ট্রাকের চালক আবদুর রহমানকে গুলি করে হত্যা করে ডাকাতেরা। ঘটনার পর নিহত ব্যক্তির এক আত্মীয় সীতাকুণ্ড থানায় হত্যা মামলা করেন। এ ঘটনায় র্যা বের হাতে দুজনসহ মোট আটজন গ্রেপ্তার হন। তাদের মধ্যে চারজন খুনের সাতে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। অন্য চার আসামি রিমান্ডে আছেন।
পুলিশ জানায়, আদালতে দেয়া চার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে আসে, ট্রাকচালক আবদুর রহমানকে গুলি করে হত্যা করেন কাজল।