চট্টগ্রামে আট জনের শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জায় (জিআইএসএআইডি) এই তথ্য আপলোড করা হয়েছে।
এ নিয়ে এখন পর্যন্ত সারাদেশে ৭১ জনের নমুনায় ওমিক্রন শনাক্ত হয়েছে।
শনাক্ত আটজনের নমুনা গত ২৮ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে সংগ্রহ করা হয়। শনাক্তদের মধ্যে পাঁচজন পুরুষ এবং তিনজন নারী।
আরও পড়ুন: ওমিক্রনে আক্রান্তরা সকলেই সুস্থ আছেন: স্বাস্থ্য অধিদপ্তর
নিশ্চিত হতে নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।
সহকারী অধ্যাপক ও সিভাসুর ল্যাবে দায়িত্বে থাকা ইফতেখার রানা বলেন, বিদেশ থেকে আনা ওমিক্রন শনাক্তের কিটে সাতজনের শরীরে ওমিক্রন ভাইরাসটির অস্তিত্ব মেলে। তাঁরা সবাই চট্টগ্রাম অঞ্চলের বাসিন্দা।
সিভাসুর উপাচার্য গৌতম বুদ্ধ দাশ বলেন, অধিকতর নিশ্চিত হতে ঢাকায় নমুনাগুলো পাঠানো হবে। আগামী রবিবারের দিকে ফলাফল পেলে নিশ্চিত হওয়া যাবে আসলে ওমিক্রন কিনা।