মাওয়ার শিমুলিয়া ঘাট থেকে শরীয়তপুরের মাঝি ঘাটে যাওয়ার সময় ‘বেগম রোকেয়া’ নামের একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোর সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শিমুলিয়া ঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শফিকুল ইসলাম বলেন, অগ্নি নির্বাপক সরঞ্জাম ও পানির পাম্প সময় মতো ব্যবহারের মাধ্যমে ক্ষয়-ক্ষতি রোধ করা হয়েছে। এ সময় ফেরিতে অর্ধশতাধিক যাত্রী ও ৩৬টি গাড়ি ছিল।
তিনি আরও বলেন,ক্যান্টিনের ছাদে সামান্য পুড়ে যাওয়া ছাড়া গুরুতর কিছু ঘটেনি। বিআইডব্লিউটিসির মেরিন বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্যান্টিনের সিলিং পরে মেরামত করা হবে। বর্তমানে শিমুলিয়া-মাঝিরকান্দি রুটে ফেরি চলাচল করছে।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, ফেরির ক্যান্টিনের তালাবদ্ধ কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।