শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: খুলনায় ২ কোটি টাকা আত্মাসাতের দায়ে এনজিও কর্মকর্তা আটক
আটকরা হলেন উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের সংহাই হাজি বাড়ির আনোয়ার হোসেনের ছেলে মো. আপন (২২), মো. নুরুল ইসলামের ছেলে মো. ছানা উল্যাহ (২২), সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের আবুল কালাম মেম্বারের ছেলে মো. জাফর (২৩), একই ইউনিয়নের শহীদ উল্যাহর ছেলে ফরহাদ হোসেন (৩০), সূচীপাড়া উত্তর ইউনিয়নের জামাল হোসেন (২৪), বেচুল হকের ছেলে তোফায়েল হোসেন নাহিদ (২২) এবং আরও দুজন।
আরও পড়ুন: সাভারে দুই জেএমবির সদস্য আটক
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, গত ৭ ডিসেম্বর রাতে চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী গ্রাম হতে হাঁড়িয়া গ্রামের মো. কামরুল হাসানের অটোরিকশা চুরি হয়। পরে চোরের দল এক লাখ ২০ হাজার টাকার বিনিময়ে গাড়িটি ফেরত দিতে রাজি হলে ২০ হাজার টাকা আগাম দেয়া হয়।
আরও পড়ুন: রাজধানীতে ৭৫ কোটি টাকার সাপের বিষসহ আটক ৬
পরবর্তীতে কামরুল হাসান বিষয়টি পুলিশকে জানান। তখন পুলিশের কৌশল অনুযায়ী বাকি টাকা দেয়ার সময় কচুয়ার বিশ্বরোড বাসস্ট্যান্ড এলাকা থেকে চুরি যাওয়া অটোরিকশাসহ দুজনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বাকিরা আটক হন।
আরও পড়ুন: চট্টগ্রামে ১.৪৬ লাখ ইয়াবাসহ তিন যুবক আটক
ওসি মান্নান জানান, আটকরা চোর চক্রের সংঘবদ্ধ সদস্য। তারা অটোরিকশা চুরি করে আবার মালিকের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে ফেরত দেয়। টাকা না পেলে চোরাই গাড়িগুলো চক্রের অন্য জেলার সদস্যদের মাধ্যমে বিক্রি করে দেয়।
তিনি জানান, আটকদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে চক্রের অন্য সদস্যদের নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না।