চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে এক মাদরাসাছাত্রী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের বারগাঁও ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত জমিলা খাতুন (১৬) একই এলাকার সেনা সদস্য জহিরুল ইসলাম ব্যাপারীর মেয়ে এবং খর্গপুর ফাজিল মাদরাসার দশম শ্রেণির ছাত্রী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, জমিলা ও খালিদ হাসান নামে এক শিক্ষার্থী একই সঙ্গে মাদরাসায় যাতায়াত করতেন। তারা সম্পর্কে চাচা-ভাতিজি হলেও তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিন্তু এক মাস আগে বিষয়টি জানতে পেরে দুই পরিবারই এতে বাধা দেয়।
আরও পড়ুন: ফাঁসির দড়ি নিয়ে গাছের ডালে, ৯৯৯-এ কলে উদ্ধার
এরপর চলতি বছরের ২৭ জানুয়ারি খালিদ আত্মহত্যা করে। তবে তার পরিবার সেটিকে স্বাভাবিক মৃত্যু বলে লাশ দাফন করে। আর এ ঘটনার তিন সপ্তাহ পর জমিলা তার নিজের ঘরের আড়ার সঙ্গে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
নিহতের মা স্বপ্ন আক্তার বলেন, ‘আমি ওর বাবা (জমিলা) পারিবারিক প্রয়োজনে উপজেলার আশ্বিনপুর বাজারে গিয়েছিলাম। বাজার শেষে বাড়ি ফিরে মেয়ের কক্ষে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে দেখি আমার মেয়ে ঝুলন্ত অবস্থায় আছে।’
আরও পড়ুন: ‘অভাবের তাড়নায়’ যশোরে একই দড়িতে ঝুলে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া ইউএনবিকে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ শুক্রবার সকালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।
এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে বলেও জানান ওসি।