করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন থাকা দুই ব্যক্তি সোমবার মারা গেছেন।
তারা হলেন- মতলব উত্তর উপজেলার বড়হলদিয়া গ্রামের মো. আ. ওয়াহাব প্রধানের ছেলে আ. হাই (৫৭) এবং ফরিদগঞ্জের সাহেবগঞ্জ গ্রামের বাসিন্দা আ. মান্নান (৭৫)।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, শ্বাসকষ্ট, সর্দি কাশি ও জ্বর নিয়ে স্বজনরা আ. হাইকে রবিবার রাতে হাসপাতালে ভর্তি করিয়েছিলেন। আজ সকাল ৯টার দিকে তিনি মারা যান।
ডা. সুজাউদ্দৌলা আরও জানান, বিকাল ৩টার দিকে বৃদ্ধ মান্নানকে প্রচন্ড শ্বাসকষ্ট সমস্যা নিয়ে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টার দিকে মারা যান তিনি।
এদিকে, গত ২৪ ঘন্টায় চাঁদপুরে আরও ২৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াতউল্লাহ।