সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ (শুক্রবার) সকালে দিনাজপুর সদরসহ কয়েকটি পৃথক স্থানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন কিছু সংখ্যক মুসল্লি।
শুক্রবার সকাল পৌনে ৮টায় জেলা শহরের বাসুনিয়াপট্টিতে একটি কমিউনিটি সেন্টারে ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেছেন প্রায় তিনশ’ পরিবার। এতে ইমামতি করেন বিরলের মহেশপুর মাদরাসা পরিচালক আব্দুর রাজ্জাক।
২০০৭ সাল থেকে দিনাজপুরের কয়েকটি স্থানে রোজা শুরু, তারাবির নামাজ আদায়সহ পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি সৌদি আরবের সঙ্গে মিল রেখে পালন করে আসছেন কিছু সংখ্যক মুসল্লি।
আরও পড়ুন: সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপিত হবে শুক্রবার
এছাড়াও পৃথকভাবে চিরিরবন্দর উপজেলার সাইতাড়া রাবার ড্যাম, বিরল উপজেলার কামদেবপুর, কাজীপাড়া, কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়নের ভবানীপুরে, বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়রা মাদরাসা এবং জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ি মির্জাপুর জামে মসজিদসহ ওই সব স্থান মিলে প্রায় দুই থেকে তিন হাজার পরিবারের মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। আরও কয়েকটি স্থানে সিমিত সংখ্যক মানুষ পবিত্র ঈদের নামাজ আদায় করেছেন বলে জানা গেছে।
অন্যদিকে দেশের বৃহত্তর ঈদগাহ মাঠ গোর-এ শহীদ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়।
কিশোরগঞ্জের শোলাকিয়ার মতো এই বৃহৎ জামাতে এবারও ছয় লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করবেন বলে আশা করছেন আয়োজকরা। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।