চাঁপাইনবাবগঞ্জ সদরে ৬১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৬১৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। এসময় এক যুবককে গ্রেপ্তারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের হায়াতমোড় এলাকা থেকে তাকে আটক করে র্যাব-৫।
গ্রেপ্তার তাজেমুল হক (২৬) শিবগঞ্জ উপজেলার কানসাট বাগদুর্গাপুর এলাকার কবুল হকের ছেলে।
আরও পড়ুন: কক্সবাজারে এক লাখ ইয়াবা জব্দ, রোহিঙ্গা যুবক আটক
র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল শুক্রবার রাত ৮টার দিকে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের হায়াতমোড় এলাকায় অভিযান চালায়।
এসময় ৬১৮ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী তাজেমুল হক কে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকিরের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এসময় কোম্পানি উপঅধিনায়ক সহকারি পুলিশ সুপার আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন: বেনাপোলে ৯ লাখ ভারতীয় রুপি জব্দ, আটক ১