তিনি মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিদিরপুর মহল্লায় শিশু দুটির নানির বাড়িতে গিয়ে তাদের বাবা হোটেল শ্রমিক রুবেলের হাতে নগদ ৫০ হাজার টাকা, চারটি কম্বল এবং ঢাকা যাওয়ার জন্য গাড়ির ব্যাবস্থা করে দেন।
শিশু দুটির চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমইউ) ঊর্ধ্বতন কর্মকর্তাকে মোবাইল ফোনে অনুরোধ জানান।
আরও পড়ুন:এতিম শিশুদের পিঠা উৎসব
ভবিষ্যতে চিকিৎসা বাবদ আরও সহযোগিতা করার আশ্বাস দেন জেলা প্রশাসক।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার চন্দন কর এ সময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:মাগুরায় দুই মাথা নিয়ে শিশুর জন্ম
চাঁদপুরে ৪ হাত-পা বিশিষ্ট শিশুর জন্ম, আধা ঘণ্টা পর মৃত্যু
প্রসঙ্গত, গত সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের মাধ্যমে পেট জোড়া লাগানো দুই মাথা বিশিষ্ট শিশুর জন্ম দেন মা আঙ্গুরী বেগম (৩০)। শিশু দুটির মধ্যে একটি ছেলে অপরটি মেয়ে। তাদের পৃথক লিঙ্গ থাকলেও কোনো পায়ুপথ নেই। বর্তমানে শিশু দুটি সুস্থ রয়েছে।
বাবা রুবেল জানান, হাসপাতালের চিকিৎসকরা দ্রুত উন্নত চিকিৎসার জন্য শিশু দুটিকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু আর্থিক সামর্থ্য না থাকায় তার পক্ষে চিকিৎসার খরচ জোগানো সম্ভব হচ্ছিল না। ঘটনাটি জানতে পেরে জেলা প্রশাসক শিশু দুটির চিকিৎসার উদ্যোগ নেন।