চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তিন কেজি গাঁজা জব্দ এবং এ সময় এক ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার মনাকষা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৫।
গ্রেপ্তার হানিফ (৪০) ওই একই উপজেলার মনাকষা ধুইনাপাড়া এলাকার আলীম উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: রাজশাহীতে ২ কোটি ৪০ লাখ টাকার হেরোইন জব্দ, গ্রেপ্তার ১
র্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল মঙ্গলবার রাত ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজার এলাকায় মেসার্স সাহা স্টোরের সামনে রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় তিন কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী হানিফকে গ্রেপ্তার করা হয়।
চাঁপাইনবাগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকিরের নের্তৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম তার সঙ্গে ছিলেন।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় দুই কোটি টাকার স্বর্ণ জব্দ, ভ্যানচালক আটক