ঠাকুরগাঁও শহরের ডেলটা ক্লিনিকে বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ক্লিনিক কর্তৃপক্ষ ও চিকিৎসক পালিয়েছে।
মৃত মেসবাহুল হক লালন (১৯) সদর উপজেলার রায়পুর গ্রামের জলাই মণ্ডলের ছেলে এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বসতঘরে ট্রাক ঢুকে মাদরাসাছাত্রের মৃত্যু
লালনের বড় ভাই বিপ্লব বলেন, দেড় মাস আগে ফুটবল খেলার সময় ডান হাতের হাড় ভেঙে যায় লালনের। স্থানীয় কবিরাজের কাছে চিকিৎসা করে সুস্থ হলেও মাঝে মাঝে ব্যথা অনুভব করলে বুধবার সকালে হাড় বিশেষজ্ঞ ডা. জিল্লুর রহমান সিদ্দিককে দেখালে তিনি অপারেশন করতে বলেন। ভর্তি হতে বলেন শহরের ডেলটা ক্লিনিকে। বিকালে সেখানে তাকে ভর্তি করা হয়।
আরও পড়ুন: মানিকগঞ্জে ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
লালনের ভগ্নিপতি মজিবর রহমান বলেন, বুধবার রাত ১০টার পরে লালনকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার সময় সে সুস্থ ছিল। পর পর কয়েকটা ইঞ্জেকশন দেয়ার পর আস্তে আস্তে জ্ঞান হারায় লালন। পরে ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, লালনের একটু সমস্যা হয়েছে, তাকে দিনাজপুর নিতে হবে। অ্যাম্বুলেন্সে দ্রুত তুলে দিয়ে ক্লিনিক কর্তৃপক্ষ ও চিকিৎসক সটকে পড়ে। পথেই লালন মারা যায়।
এ বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষ ও ডা. জিল্লুর রহমানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: পদ্মা নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার বলেন, ‘ওই ছাত্রের পরিবার লিখিতভাবে অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব।’