চুয়াডাঙ্গার দর্শনা উপজেলায় লোকনাথপুর ফায়ার সার্ভিসের অদূরে ট্রাকচাপায় আলমসাধু আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন।
রবিবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
নিহতরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ডুগডুগি গ্রামের আমির হোসেনের ছেলে আশানুর রহমান (৩৮) ও তার ছেলে আজম (১১)। আহত জীবন (২২) একই গ্রামের জামাত আলীর ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে ট্রাক ও সিএনজির সংঘর্ষে নিহত ৪
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে দামুড়হুদা উপজেলার হাউলী এলাকা থেকে বাবা ও ছেলে সিমেন্ট ভর্তি করে আলমসাধুযোগে দর্শনার দিকে যাচ্ছিলেন। চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের দর্শনা লোকনাথপুর ফায়ার সার্ভিসের কাছে পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক আলমসাধুটিকে ধাক্কা দেয়। এতে আলমসাধু আরোহী ছেলে আজম ঘটনাস্থলেই মারা যায়।
আরও পড়ুন: ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১১
পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবা আশানুরকে মৃত ঘোষণা করেন। আহত জীবন আলীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, সিমেন্ট ভর্তি আলমসাধুটি সঠিক পথেই ছিল। হঠাৎ উল্টোদিক থেকে আসা ট্রাকটি ভুল পথ ব্যবহার করে আলমসাধুটিকে ধাক্কা দেয়। এতেই দুজনের মৃত্যু হয়। সেখানে থাকা একটি পুলিশ বক্সও ভেঙে চুরমার করেছে ট্রাকটি। ট্রাকটি পুলিশি হেফাজতে নিলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই ব্যান্ড সদস্য নিহতের ঘটনায় লরি চালক গ্রেপ্তার
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ঘুমন্ত অবস্থায় গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।