গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ছাগল জবাই করে খেয়ে ফেলার জেরে মাছের খামারিকে পিটিয়ে ও ধারাল অস্ত্রের আঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে।
নিহত আজিজুর রহমান (৩৩) ওই গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানান, মঙ্গলবার উপজেলার রয়েন গ্রামের প্রতিবেশীর এক ছাগল আজিজুরের চাষ করা বেগুন খেতে ঢুকে পড়ে। বেগুন খেত নষ্ট করায় ছাগলটি ধরে ওইদিন রাতে জবাই করে বন্ধুদের নিয়ে খেয়ে ফেলেন তিনি। পরদিন বুধবার বিকালে আজিজুর বাড়ির অদূরে গেলে ছাগলের মালিক ও তার লোকজন আজিজুরকে বেধড়ক পেটায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আহত আজিজুলকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।
আরও পড়ুন: কিশোরগঞ্জ কারাগারে বন্দিকে পিটিয়ে হত্যার অভিযোগ
যশোরে ছিনতাইকারী সন্দেহে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা, আটক ১
সাভারে পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক
ওসি জানান, এঘটনায় বুধবার রাতে নিহতের স্ত্রী আছমা খাতুন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে প্রতিবেশী মোস্তাক খানসহ জড়িত বেশ কয়েকজনকে মামলায় অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।