পটুয়াখালীতে বন্ধুদের নিয়ে আতশবাজি ফুটাতে গিয়ে রাফি নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৩১ মার্চ) সন্ধ্যায় চাঁদ দেখার পর বাসার সামনের একটি মাঠে ছাতার কাঠি দিয়ে আতশবাজি ফুটাতে গিয়ে এ ঘটনা ঘটে।
মোহাম্মদ মনির হোসেন ছেলে এবং পটুয়াখালী চরপাড়ায় ওইজিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল রাফি। তার বাবা নিউমার্কেটে মৎস্য ব্যবসায়ী। স্থানীয়রা জানায়, রাফি কয়েকজন বন্ধুর সঙ্গে আতশবাজি ফুটাচ্ছিল। এ সময় একটি আতশবাজি বিস্ফোরিত হয়ে তার গলায় শ্বাসনালীতে আঘাত করে।
সঙ্গে সঙ্গে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরে। তাকে গুরুতর আহত অবস্থায় পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নওগাঁয় দুপক্ষের মারামারি, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারির মৃত্যু
পরিবার-পরিজন ও স্থানীয়রা এই ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন এবং এমন দুর্ঘটনা এড়াতে আতশবাজি ব্যবহারে আরও সতর্কতার আহ্বান জানিয়েছেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ হোসেন বলেন, ‘এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’