মাদারীপুরে আট বছরের এক মাদরাসা ছাত্রকে বেদম মারধর করার পর আছাড় মেরে তার মেরুদণ্ড ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে।
গত সোমবার (৬ নভেম্বর) মাদারীপুর সদরের চরমুগরিয়া এলাকার জামিয়া কাসেমিয়া রওতুল উলুম ক্যাডেট কেয়ার মাদরাসায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে হাতির আক্রমণে শিশু নিহত
এদিকে সোমবার (৬ নভেম্বর) ঘটনাটি ঘটলেও বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিষয়টি জানাজানি হলে আহত ওই শিক্ষার্থীকে চিকিৎসার জন্য রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শিক্ষার্থী ফায়েজ হাওলাদার মাদারীপুর সদর উপজেলার নয়াচর গ্রামের সবুজ হাওলাদারের ছেলে এবং অভিযুক্ত মেহেদী হাসান জামিয়া কাসেমিয়া রওতুল উলুম ক্যাডেট কেয়ার মাদরাসায় নুরানি বিভাগের শিক্ষক।
স্বজন ও এলাকাবাসী জানায়, সোমবার ভোরে অভিযুক্ত শিক্ষক নাযেরা বিভাগের শিক্ষার্থী ফায়েজকে ঘুম থেকে তুলে শ্রেণিকক্ষে নিয়ে যান এবং সেখানে দাঁড়িয়ে থাকতে বলেন। কিন্তু শিক্ষকের কথা মতো না দাঁড়িয়ে, শ্রেণিকক্ষে ঘুমিয়ে পড়ে শিশুটি।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ফায়েজকে বেত্রাঘাত করেন মাহাদী হাসান। একপর্যায়ে রাগান্বিত হয়ে ফায়েজকে তুলে আছাড় দেন শিক্ষক মেহেদী হাসান। বিষয়টি কাউকে বললে মেরে ফেলার হুমকিও দেন অভিযুক্ত শিক্ষক।
পরদিন মঙ্গলবার অসুস্থ হয়ে পড়লে ফায়েজকে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। পরে জানানো হয় তার স্বজনদের। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে ধরা পড়ে শিশুটির মেরুদণ্ড ভেঙে গেছে। পরে বুধবার (৮ নভেম্বর) রাতে তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠান চিকিৎসকরা।
এদিকে মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, আমরা ঘটনাটি তদন্ত করছি। ঘটনার সত্যতা পেলে দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: মহাখালীতে ট্রেনে কাটা পড়ে ৩ শিশু নিহত