করোনা সন্দেহে যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৮ জন। তাদের নমুনা পরীক্ষা করার জন্য ঢাকায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, রিপোর্ট আসার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া হোম কোয়ারেন্টাইনে থাকা মোট ২৪৫৪ জনের মধ্যে শনিবার পর্যন্ত ১৯৭৯ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
তিনি জানান, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ৮ জন সর্দি, জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত। আইইডিসিআর রিপোর্ট দেয়ার পর নিশ্চিত হওয়া যাবে তারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা।
সিভিল সার্জন জানান, যশোরে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত কারো সন্ধান মেলেনি। তবে প্রাদুর্ভাব রোধে ৩০২ জন চিকিৎসক ও ৩২৫ জন সেবিকা প্রস্তুত রয়েছেন। সাড়ে ৪০০ শয্যা বরাদ্দ রাখা হয়েছে।