সদর উপজেলার আরাজী হাজীপাড়া গ্রামে পরিবারের সদস্যদের দ্বারা নির্যাতনের শিকার বৃদ্ধা মাকে শুক্রবার নিজ দায়িত্বে ঘরে তুলে দিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন।
এ সময় ওই বৃদ্ধাকে পরিধানের জন্য শাড়ি ও সাথে কিছু শুকনো খাবার তুলে দেন তিনি।
সংশ্লিষ্টরা জানায়, ওই গ্রামের ৯নং ওয়ার্ডের বাসিন্দা রহিমা খাতুনকে (৬০) তার ছেলে রাজ্জাক, স্বামী গিয়াস উদ্দিন ও ছেলের বউ ববিতা নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়।
বিষয়টি জানতে পেরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন সেখানে যান। তিনি স্থানীয় মেম্বার, রহিমা খাতুন ও তার পরিবারের লোকজনের সাথে কথা বলেন। পরিবারের লোকজন ভবিষ্যতে এ রকম কাজ করবে না মর্মে অঙ্গীকার করলে রহিমা খাতুনকে বাড়িতে তুলে দেন তিনি।
এ সময় স্থানীয় ইউপি সদস্য জিল্লুর রহমান ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।