নিহত আব্দুল হাশেম (৬৫) একই গ্রামের মৃত জব্বর মুন্সির ছেলে।
অভিযুক্তরা হলেন- নিহতের ছোট ভাই আব্দুল লতিফ ও তার ছেলে ভাতিজা লাবু (১৮)। তারা গাঁওকান্দিয়া ইউনিয়নের কানাই গ্রামের বাসিন্দা।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনুর জানান, আব্দুল লতিফ ও আব্দুল হাশেম সহোদর দুই ভাই এক সাথে ব্যবসা করতেন। বড় ভাই হাশেমের সরলতার সুযোগে ব্যবসার উপর্জিত অর্থ দিয়ে ছোট ভাই লতিফ জমি কিনে নিজ নামে দলিল করেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে প্রায় ২০-২২ বছর যাবত দ্বন্দ্ব চলছিল এবং সামাজিকভাবে দেন-দরবার হলেও কোন সুরাহা হয়নি।
বড় ভাই হাশেম এবার আমন মৌসুমে বনগাঁও গ্রামে বাড়ির পাশে জমিতে ধান লাগিয়ে ছিলেন। সোমবার সকাল ৮টার দিকে এই জমিতে নিহতের ছোট ভাই লতিফ ও ভাতিজা লাবু ধান কাটতে থাকে। এতে হাশেম বাধা দিলে বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায় ভাতিজা লাবু পকেট থেকে ছুরি বের করে চাচার গলায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছে। তবে জিজ্ঞাসাবাদে জন্য নিহতের ভাই আব্দুর রাজ্জাককে থানায় আনা হয়েছে।