জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৫৭ ভরি ১১ আনা ওজনের ৩টি স্বর্ণের বার উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শুক্রবার ( ৬ জুন) রাতে জয়পুরহাটের বিজিবি ব্যাটালিয়ান সদর দপ্তরে ২০ বিজিবির অধিনায়ক আরিফুর দৌলা এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে জেলার পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির বিজিবির টহল দল ২৮১/৩১ এস নম্বর সীমান্ত পিলারের কাছে পূর্ব উঁচনা ঘোনাপাড়া নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় একটি কাপড়ের প্যাকেট উদ্ধার করে। পরে ওই প্যাকেটের ভেতর থেকে ২১ ক্যারেট মানের ৩টি স্বর্ণের বার পাওয়া যায়।
আরও পড়ুন: শার্শা সীমান্তে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ২
স্থানীয় জুয়েলারী সমিতি পরীক্ষা করে উদ্ধারকৃত স্বর্ণের ৩টি বারের মোট ওজন ৫৭ ভরি ১১ আনা(৬৭২ গ্রাম) বলে জানায়। যার বর্তমান বাজার মূল্য ৯৪ লাখ ৮৯ হাজার ৪২০ টাকা ।
শুক্রবার রাতেই ওই স্বর্ণের বারগুলো পাঁচবিবি থানায় জমা দিয়ে বিজিবির পক্ষ থেকে একটি চোরাচালানের মামলা করা হয়েছে বলে জানান আরিফুর দৌলা।