জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের (৫৩তম ব্যাচ) শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় আটক রিকশাচালক আরজু মিয়াকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।
পরিবারটি অভিযোগ করে বলেন, প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা করিম রাঁচির মৃত্যুর পরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের আন্দোলন দমানোর জন্য প্রশাসন তড়িঘড়ি করে রিকশাচালক আরজু মিয়াকে ফাঁসিয়েছে। আরজু মিয়াকে নির্দোষ দাবি করে তাকে দ্রুত মুক্তির প্রার্থনা করেন তারা।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের (রেজিস্ট্রার বিল্ডিং) সামনে অবস্থান কর্মসূচি পালন করে এই অভিযোগ করেন তারা।
এসময় আটক রিকশাচালক আরজু মিয়ার মেয়ে আরজিনা আক্তার বলেন, ‘আমার বাবা আরজু মিয়া একজন দর্জি। তিনি সৎভাবে ব্যবসা করেন। এলাকার সবার কাছে তার একটা সুনাম আছে। পাশাপাশি তিনি অটোরিকশা কিনে রং করে পুনরায় বিক্রি করেন। জাবি শিক্ষার্থী রাঁচি যখন মারা যায় তখন আনুমানিক সন্ধ্যা ৭টা বাজে। সেইসময় আমার বাবা এলাকার দোকানে বসে ছিলেন। তার অবস্থান সংক্রান্ত সিসিটিভি ফুটেজও আছে— যা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে জমা দিয়েছি।’
আরজু মিয়ার স্ত্রী বলেন, ‘আমরা গরীব মানুষ তাই কিছুই করতে পারি না। কেউ আমাদের সহযোগিতাও করে না। বিভিন্ন দপ্তরে গিয়েছি বার বার কেউ সহযোগিতা করেননি। ভিসি স্যারের কাছেও গেছি কোনো সহযোগিতা পাইনি। আমার পরিবারের একমাত্র আয়-রোজগার করতো আরজিনার বাবা। তিনি জেলে যাওয়ায় এখন আয় বন্ধ। আমরা মানবেতর জীবনযাপন করছি। আমার স্বামী অসুস্থ। তার মুক্তি চাই।’
আরও পড়ুন: পুলিশকে মারধরের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, এটি একটি সেনসিটিভ ইস্যু। বিষয়টি তদন্তের প্রক্রিয়ায় আছে তাই এখন আপাতত কোনো মন্তব্য করতে পারছি না। তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারবো। তবে আমরা চাই নিরপরাধ কেউ যেন শাস্তি না পায়। প্রকৃত অপরাধী শাস্তির আওতায় আসুক—এটাই চাই।
এর আগে, গত বছরের ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের শহীদ মিনারের সামনের রাস্তায় মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের (৫৩ ব্যাচ) শিক্ষার্থী আফসানা কারিম রাচি ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় নিহত হওয়ার ঘটনা ঘটে।
এর প্রেক্ষিতে শিক্ষার্থীদের তীব্র আন্দোলন শুরু হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ২৪ নভেম্বর ক্যাম্পাসের পাশ্ববর্তী গেরুয়া এলাকা থেকে আরজু মিয়া নামের এক রিকশাচালককে আটক করে আশুলিয়া থানায় হস্তান্তর করে।